|
Date: 2025-05-25 18:34:15 |
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”-এই প্রতিপাদ্য বিষয়ে শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ২৫ মে রবিবার সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে জনসচেতনতামূলক এক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা রুকনুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ প্রমুখ। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম রাসেল বলেন, বাংলাদেশের ভূমিসেবা ডিজিটাল রূপান্তরের মাধ্যমে এগিয়ে যাচ্ছে যা নাগরিকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। হয়রানি মুক্ত ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমি মন্ত্রণালয় প্রযুক্তিগতভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলো বাস্তবায়িত হলে ভূমির মালিকদের আর হয়রানির শিকার হতে হবে না। তিনি আরও বলেন, নামজারি, ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইনভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যেকোনো নাগরিক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় সেবা নিতে পারবে। ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায়ের ফলে সরকারের রাজস্ব আয় বহু গুনে বৃদ্ধি পেয়েছে। তিন দিনব্যাপী এ মেলায় সেবা প্রার্থীদের অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইন ডিসিআর ও খতিয়ান সেবাসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে।
© Deshchitro 2024