ভূমি মেলা উপলক্ষে রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা তালা উপজেলার  ভূমি অফিসের  সামনে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে  এক বনাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে । র‍্যালি টি ভূমি অফিসের সামনে থেকে শুরু করে র‍্যালি টি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষো র‍্যালিটি উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়। র‍্যালি শেষে  তালা উপজেলার  সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল । এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনউদ্দীন  নাজির  তপন কুমার মন্ডল    প্রধান সহকারী  আদ্বুল হাই   নগরঘাটা ইউনিয়ন  ভূমি   সহকারী  কর্মকর্তা  আদ্বুল মুকিত  খলিষখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা  শেখ হেলাল উদ্দীন খলিলনগর ইউনিয়ন  ভূমি কর্মকর্তা  মোঃ সিদ্দিক উল্লাহ   সার্ভেয়ার মেয়ারাজ  আলী সহ ভূমি কর্মকর্তা বৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024