|
Date: 2025-05-25 07:05:42 |
চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের অধিবাসী ও বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী ওমর ফারুক শামীমকে শনিবার গ্রেফতার করেছে ঢাকা ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম।
জানা গেছে, কাজী ওমর ফারুক শামীম সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়ার বদরপুর সপ্রাবি’র বিএনপির ইফতার মাহফিলে বাধা ও গাড়ি ভাংচুরের মামলার আসামী। ওই মামলার আসামী হিসেবে তাকে ঢাকায় গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের অধিবাসী কাজী মোঃ আবু সুফিয়ানের পুত্র, আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী ওমর ফারুক শামীম ২০২২ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আশ্রাফপুর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
© Deshchitro 2024