মৌলভীবাজারের বড়লেখায় কামাল উদ্দিন নামে এক পোস্টমাস্টারের নামে ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কামালের স্ত্রী আলেয়া শারমীন রুমি গত ১৬ মে বড়লেখা থানায় লিখিত অভিযোগ করেছেন। কামাল ডিমাইবাজার শাখা ডাকঘরের মাস্টার এবং পাখিয়ালা এলাকায় একটি ফার্নিচারের দোকানের মালিক।


অভিযোগে বলা হয়, ৫ মে সকালে কামাল উদ্দিন তার ফেসবুক আইডিতে ঢুকে দেখতে পান, ‘বড়লেখা সরকারি কলেজ ছাত্রদল’ নামের একটি আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা, কুরুচিপূর্ণ ও অপমানজনক বক্তব্য দিয়ে পোস্ট করা হয়েছে। এসব পোস্টে তাকে আওয়ামী লীগের লোক হিসাবে প্রচারণা চালানো হচ্ছে। গত ১৫ মে রাত ১০টা ৪৯ মিনিটে তিনি দেখতে পান, ‘Kamal Uddin’ নামে একটি ফেক ফেসবুক আইডি খোলা হয়েছে। সেই আইডির প্রোফাইল ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করা হয়েছে। প্রোফাইলে লেখা রয়েছে, ‘আমিই আওয়ামী লীগ’।


কামাল উদ্দিন বলেন, তার নিজের আইডিতে কেবল ব্যক্তিগত ছবি ও ব্যবসার তথ্য রয়েছে। ফেক আইডি থেকে ভবিষ্যতে উসকানিমূলক বা সরকারবিরোধী কোনো পোস্ট দিয়ে তাকে ও তার পরিবারকে বিপদে ফেলা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।


বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান শনিবার বিকেলে বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024