যশোর জেলার ঐতিহ্যের প্রতীক,অভয়নগরের হৃদয়ে গাঁথা এক নাম—"মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে" এর নবগঠিত এডহক কমিটির সভাপতি বাদশা ফয়সালের সংবর্ধনা ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৪ মে) সকাল ৯.৩০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ  হাবিবুর রহমানের আয়োজনে এ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি জনাব শাহজাহান মোড়ল ,প্রাক্তন প্রধান শিক্ষক, মো: মিজানুর রহমান ,এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুধী ও গুণীজন, অভিভাবকগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ,অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।যে বিদ্যাপীঠ শুধু জ্ঞানের আলো ছড়ায়নি,গড়েছে মানুষ, গড়েছে জাতির পথপ্রদর্শক। অতীতের গৌরব আর সাফল্যের দীপ্তি ছুঁয়েআজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেএই শিক্ষালয়—স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের এক অনন্য ঠিকানা।


এখন সেই ঐতিহ্যের পতাকা হাতে আসছেন একজন দূরদৃষ্টি সম্পন্ন অভিভাবক, প্রত্যয়ের প্রতীক, আশার আলো—বাদশা ফয়সাল।

এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে তিনি শুধু দায়িত্ব নয়,নিয়েছেন এক দীপ্ত অঙ্গীকার—শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন আর মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়কে দেশের মানচিত্রে এক অনন্য আসনে বসানোর। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে,বুকভরা ভালোবাসা আর দায়িত্ববোধ নিয়েতিনি এগিয়ে চলেছেন এক নতুন ভোরের দিকে যেখানে শিক্ষার্থীরা স্বপ্ন দেখবে সাহসে,আর বিদ্যালয় হবে সম্ভাবনার বাতিঘর।

এলাকাবাসী বলছেন,"আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত অভিভাবককে,নতুন প্রজন্মের জন্য তিনি হবেন একজন সত্যিকারের দিকনির্দেশক। এখন শুধু সময়ের অপেক্ষা,স্বপ্নপূরণের পালা— যেখানে মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয় হয়ে উঠবে শিক্ষার এক গৌরবগাঁথা,

আর বাদশা ফয়সাল থাকবেন তার নবযাত্রার কান্ডারি। ভালো থাকুক আমাদের প্রাণের বিদ্যালয় এই কামনাই করছেন এলাকাবাসীর সচেতন মহল ও সুধীজন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024