নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে সাদিয়া (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৩টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। সাদিয়া উপজেলার যোকাদহ গ্রামের সাদ্দাম আলীর মেয়ে। ও গৌরীপুর গ্রামের মোঃ বকুল আলীর নাতনি। পারিবারিক সূত্রে জানা যায়, সাদিয়া তার নানা বকুল আলীর বাড়ি বেড়াতে এসে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে সে পদ্মা নদীতে গোসল করতে যায় এবং নিখোঁজ হয়। পরে তরুণরা বিকেল ৪ টার দিকে নদীতে গোসলের সময় পায়ে কিছু অনুভব করলে সাদিয়াকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024