নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল ও ব্যবহৃত স্ট্যাম্প ব্যবহার করে রাজস্ব ফাঁকির অভিযোগে ‘রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরি’কে ৫ লাখ টাকা জরিমানা ও এক কর্মকর্তাকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১৯ মে, ২০২৫) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানাটি সিলগালা করা হয়। 


২০২১ থেকে প্রতিষ্ঠানটি দৈনিক ৬ লাখ, মাসে ২ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে শতকোটি টাকারও বেশি ক্ষতি করেছে। অভিযানে ২১ লাখ নকল স্ট্যাম্প ও ১৪ হাজার প্যাকেট সিগারেট জব্দ করে ধ্বংস করা হয়। 


নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম জানান, দণ্ডবিধি-১৮৬০ এর ২৬২ ধারায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৩ সালেও একবার সিলগালা করা হলেও কারখানাটি পুনরায় চালু হয়েছিল। রাজস্ব ফাঁকি রোধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024