চাঁদপুরের কচুয়ায় উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এহছানুল হক মিলন বলেন- ফ্যাসিষ্ট শেখ হাসিনা ১৭ বছরে দেশের অর্থনীতিসহ সবকিছুতেই ছিন্ন বিছিন্ন করে ফেলেছে। ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা অমান্য করে কেউ কোন অপরাধে জড়িত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

উপজেলা বিএনপির (একাংশ) সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান, সাবেক সভাপতি শরফুদ্দিন মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মজুমদার, আব্দুল মালেক চেয়ারম্যান, আব্দুল আজিজ উল্যাহ মাষ্টার, আব্দুল খালেক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024