|
Date: 2025-05-16 20:54:50 |
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন শেরপুরের ঝিনাইগাতী উপ-শাখা কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে শুক্রবার সন্ধ্যায় ঝিনাইগাতী শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌকত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। এছাড়াও নবগঠিত কমিটির সভাপতি হাসমত আলী ও সেক্রেটারি মিস্টার জামান। ঝিনাইগাতী উপ-শাখা কমিটির পক্ষ থেকে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
© Deshchitro 2024