|
Date: 2025-05-16 20:22:39 |
সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগের নাম মহাকাল মসুরহাটির পূর্বাচল লেন, মহাকাল ১ নম্বর ওয়ার্ড, নওয়াপাড়া ভৈরব সেতু সংলগ্ন এলাকা। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এই রাস্তায়। নেই কোনো কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা — ফলে বছরের পর বছর ধরে একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এলাকাবাসীকে।
এলাকাবাসীরা জানান, বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায় রাস্তায়, আশপাশের বসতবাড়িতে ঢুকে পড়ে পানি। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, মসজিদের মুসল্লি, দিনমজুর, অফিসগামী এবং সাধারণ পথচারীরা প্রতিনিয়ত পড়ছেন চরম বিপাকে।
অত্র এলাকার আবুল হোসেন, নজম উদ্দিন ও মনিরুল ইসলাম তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন
জলাবদ্ধতার কারণে একদিকে যেমন তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি, অন্যদিকে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্য।এখনই যদি দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে দুর্ভোগ আরও তীব্রতর হবে — এমন আশঙ্কা করছেন সচেতন মহল। একটু উদ্যোগ,একটি পরিবর্তন,একটি সুন্দর আগামীর প্রতিশ্রুতি।কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে-আপনাদের ছোট্ট পদক্ষেপে হাসি ফিরতে পারে হাজারো মুখে।
© Deshchitro 2024