রংপুর মহানগর জামায়াতের আমির ও পীরগাছা-কাউনিয়া আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আযম খান বলেছেন, বিভিন্ন রাষ্ট্রের তথ্য অনুযায়ী জামায়াত অত্যন্ত যোগ্যতার সাথে, দক্ষতার সাথে, দুর্নীতির উর্ধ্বে একটি শক্তি সংগঠন যেটা সারাদেশের মানুষকে এই উপহার দিতে সক্ষম হয়েছে। জামায়াত মনে করে, যে রাষ্ট্রের দায়িত্ব যখন আসবে তার আগে জামায়াত প্রাকটিস করে জনগণের কল্যাণ কিভাবে করা যাবে। এই প্রাকটিসে আমরা অনেকটা সফল হয়েছি। এই রকম সারাদেশে অবিস্মরণীয় কিছু কাজ হাতে নিয়েছি। এটা আরও জোরদার করা হচ্ছে।
বুধবার (১৪ মে) বিকেলে পীরগাছা উপজেলার তাম্বুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইয়াতিম কন্যাদের যৌতুকবিহীন বিবাহের ১১জন নবদম্পত্তির হাতে ঘর সাজানোর বিভিন্ন উপহার সামগ্রি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে আমির ড. শফিকুর রহমানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জামায়াত কর্মী মানে সমাজকর্মী। অনেকেই জামায়াতের আয় নিয়ে প্রশ্ন তোলেন- ড. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের আয় মানে জনগণের পকেট। জামায়াত মনে করেন জনকল্যাণমুলক কাজের জন্য অবস্থাশালী হতে হবে-এটার কোন প্রয়োজন নাই। দশের লাঠি একের বোঝা! আমরা সমাজ থেকে ইয়াতিমদের জন্য এগিয়ে আসবো। অসহায় ও অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য এগিয়ে আসবো। সুন্দর ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গড়ার জন্য, ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়ার জন্য, বৈষ্যমহীন রাষ্ট্র গড়ার জন্য, দুর্নীতিমুক্ত রাষ্ট্রগড়ার জন্য, সকল জনগণের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য জামায়াতে ইসলামি আহবান করছে। তার একটি উদাহরণ হচ্ছে ইয়াতিম লালনপালন করা। জামায়াতের ইসলামির এরকম অনেক সামাজিক প্রতিষ্ঠান আছে। সৎ নেতৃত্বের সামনে প্রয়োজন। ১০ কোটি টাকার বাজেট হলে ভুয়া ভাউচার হয় ৯কোটির! এক কোটি টাকার সিম্পল কাজ হয়। একদিন না একদিন প্রকাশ হয় তখন দাতা রাষ্ট্রগুলো মুখ ফিরিয়ে নেয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখুর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী শফিকুল ইসলাম খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, সমাজসেবক ইয়াসিন আলী, নবদম্পত্তিদের পক্ষে মাহবুবুল ইসলাম, সাদেকুল ইসলাম ও জেসমিন বেগম। এর আগে গত ২০ এপ্রিল ঢাকায় ছেলেমেয়েদের উপস্থিতিতে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। এর মধ্যে পীরগাছার ৮জন ও মিঠাপুকুর উপজেলায় ৩জন। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াতের বাস্তবায়নে শুধু ইয়াতিম মেয়েদের যাচাই করে যৌতুকবিহীন বিয়ের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।