রাজবাড়ীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫ "জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়া"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫। বুধবার(১৪মে) সকালে জেলা শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । রাজবাড়ী জেলা প্রশাসকের আয়োজনে ও তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর , বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্যদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, এবং জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "বিজ্ঞানমনস্ক জাতি গঠনের জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এই মেলা বিশেষ ভূমিকা রাখবে।" বিশেষ অতিথিরাও তাঁদের বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশের উন্নয়নের পথ প্রশস্ত করার ওপর গুরুত্বারোপ করেন। মেলায় বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। পরিবেশ, স্বাস্থ্য, কৃষি, রোবটিক্সসহ বিভিন্ন বিষয়ের উপর নির্মিত স্টলগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ ও উদ্দীপনার এক অনন্য মিলনমেলা। এই জাতীয় বিজ্ঞানমেলা শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, বরং একটি স্বপ্ন দেখার প্ল্যাটফর্ম, যেখানে ভবিষ্যতের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জন্ম হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024