|
Date: 2025-05-14 16:25:05 |
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে হত্যাকারী বলে সম্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। বুধবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত ইবি শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ কথা বলে সম্বোধন করেন তিনি।
সাহেদ আহম্মেদ বলেন, "আমাদের এক ছোট ভাই কিছুদিন আগে হত্যার শিকার হলো। কারা হত্যা করলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্ম কারো একার ছিলো না। এই প্লাটফর্মে থেকে সকল ছাত্র সংগঠন, সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি। এই হাসিনার বিরুদ্ধে আমরা দীর্ঘ সাড়ে ১৫টি বছর আন্দোলন করেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছে। কিন্তু সেসবের এখনো কোনো বিচার হচ্ছে না।"
এসময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, মনিরুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য সাব্বির হোসেন, রাফিজ উদ্দিন, নুর উদ্দিন, সাক্ষর , উল্লাস হোসেন, রুকনুজ্জামান, আসাদ তৌফিক, আলামিন, রিফাত, তৌহিদুল, উৎস, আলী, রিয়াজ, মামুন, রায়হান, লিখন, তাপসসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা সেখানে আরো বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলন করেছে। অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। কিন্তু ৫ আগস্টের পর সব জায়গায় ছাত্রদলের নেতাকর্মীরা খুনের শিকার হচ্ছে। কিন্তু অন্য কোনো দলের নেতাকর্মীরা তো খুন হচ্ছে না। ছাত্রদলের রক্ত খুনিদের কাছে এতো মজা কেন। কিন্তু এত হত্যার পরেও বর্তমান সরকার দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন কেন এসব জায়গায় চুপ থাকে। আমাদের ভাই সাম্য হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। অতি দ্রুত এই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। সরকার যদি এর বিচার করতে না পারে তাহলে তাদের পদত্যাগ করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ভিসিকেও পদত্যাগ করা উচিত।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
© Deshchitro 2024