সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়ি চাষে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

এস এম তাজুল হাসান সাদ,(সাতক্ষীরা থেকে)

সাতক্ষীরার কালিগঞ্জে Good Aquaculture Practice in Cluster Management (Shrimp) শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় চিংড়ি চাষে ক্লাস্টার ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিক, টেকসই পদ্ধতি অনুসরণের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। 

সাসটেইনবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় অনুষ্ঠিত কর্মশালাটিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোকির আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম।

কালিগঞ্জ মৎস দপ্তরের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মৎস দপ্তর খুলনার সিনিয়র সহকারী উপ-পরিচালক মোঃ মনিরুল মামুন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সুভ্র চন্দ্র। এছাড়া উপস্থিত ছিলেন সাবিনুর রহমান, সুমন ঢালী প্রমুখ। 

কর্মশালাটিতে মৎস্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চাষি, ডিপো মালিক, ফিড ডিলার, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা জানান, দেশের অন্যতম রপ্তানিমুখী খাত চিংড়ি শিল্পের উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024