|
Date: 2025-05-13 00:07:33 |
বগুড়ার আদমদীঘি উপজেলার মাদক ব্যবসায়ী ডজন খানিক মাদক মামলার আসামী মিনু বেগম ও তার স্বামী আমিনুর হোসেনকে গ্রেপ্তারের দাবিতে এলাকায় পোষ্টারিং ও মানবন্ধন করেছে গ্রামবাসী। যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে গত কয়েকদিন যাবত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোষ্টারিং করেছেন তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার, থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের মিনু বেগম, স্বামীসহ তার পরিবারের লোকজন দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করছে। মিনু বেগমের বিরুদ্ধে মাদকদ্রবের প্রায় ডজন খানের মামলা রয়েছে। মাদকসহ বেশ কয়েক বার মিনু বেগম গ্রেপ্তার হয়। কিছুদিন পর সে জামিনে বের হয়ে আবারো মাদকের ব্যবসায় জড়িয়ে পরেন। গ্রামে মাদক ব্যবসা চালিয়ে যাবার কারনে অনেক যুবক মাদকে আসক্ত হয়ে জীবন ধংসের দিকে ধাবিত হচ্ছে। মিনু বেগমকে মাদক ব্যবসা না করার জন্য গ্রামের লোকজন বার বার তাগিদ দিলেও তিনি মাদকের ব্যবসা চালিয়ে আসছে। ফলে যুব সমাজ মাদকে আসক্ত হয়ে পরায় পরিবারের লোকজন অশান্তিতে ভুগছেন। এদিকে ছোট জিনইর-সহ এলাকার কয়েকটি গ্রামের মানুষ মাদকের ছোবল থেকে রক্ষা করার জন্য মিনু বেগম ও তার স্বামী আমিনুর হোসেনকে গ্রেপ্তারের দাবিতে গত এক সপ্তাহ যাবত এলাকার বিভিন্ন স্থানে পোষ্টারিং ও মানববন্ধন করেছেন। ছোট জিনইর গ্রামের জামিল হোসেন রাসু, খন্দকার বাবু মিয়াসহ অনেকেই জানান, নিষেধ করা সত্বেও মিনু বেগম ও তার স্বামী প্রসাশনের চোখ ফাঁকি দেয়ে মাদক ব্যাবসা করছেন। আমরা দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানাই।
মিনু বেগম বলেন, আগে মাদক ব্যবসা করেছি এবং কয়েকটি মামলা রয়েছে ও হাজত খেটেছি। এখন মাদক ব্যবসা করিনা। আমার বাড়ি ঘর ভেঙ্গে দেয়ায় ছোট জিনইর গ্রাম থেকে সরে অন্যত্র ভাড়া বাসায় রয়েছি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, রেনু বেগম ও তার স্বামীকে এলাকায় পাওয়া যায়না। এলাকায় মাদক ব্যবসা করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
© Deshchitro 2024