জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে জীববৈচিত্র্য রক্ষার্থে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রনয়ণ এবং এর আগ পর্যন্ত যাবতীয় ভবন-নির্মাণ কাজ স্থগিত রাখার আহ্বান জানিয়ে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। 



সোমবার (১২ মে) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের নিকট এই স্মারকলিপি প্রদান করেন তাঁরা। 


স্মারকলিপিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ দীর্ঘকাল যাবৎ কথিত অধিকতর উন্নয়ন প্রকল্প' এর অধীনে অপরিকল্পিতভাবে যত্রতত্র ভবন নির্মাণ করে ক্যাম্পাসের জীববৈচিত্রা ধ্বংস করার বিরুদ্ধে আন্দোলন করে আসছে। আপনি (উপাচার্য) নিজেও আপনার অবস্থান থেকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। এই আন্দোলনের একজন সক্রিয় সহযোগী হিসাবে আপনি নিশচয়ই জানেন যে, গত কয়েক বছর যাবৎ অপরিকল্পিতভাবে সুউচ্চ ভবন নির্মানের কারণে ক্যাম্পাসে অতিথি পাখির স্বাভাবিক চলাচলের পথ বাধাগ্রস্থ হচ্ছে এবং ফলাফল স্বরূপ অতিথি পাখির আগমন আশংঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এ অবস্থা ক্যাম্পাসের কোন পক্ষের কাছেই কাম্য হতে পারে না।


স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অতিদ্রুত নির্মাণ সংক্রান্ত একটি মাস্টারপ্ল্যান করা হোক যাতে ক্যাম্পাসের উদ্ভিদ, বন্যপ্রাণীদের আবাস ও যাতায়াত পথ সংরক্ষণের সুস্পষ্ট দিকনির্দেশন থাকার পাশাপাশি অতিথি পাখিদের আবাস ও স্বাভাবিক যাতায়াতের পথ উন্মুক্ত রাখার বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকবে। যতদিন পর্যন্ত এ রকমের একটি সুস্পষ্ট ও অন্তর্ভুক্তিমূলক মাস্টারপ্ল্যান প্রনয়ণ করা না হচ্ছে ততদিন পর্যন্ত ক্যাম্পাসের সকল ভবনের নির্মাণ কাজ স্থগিত রাখার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি।


আমরা বিশ্বাস করি ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাসে কোন প্রকারের চাপের কাছে নতি স্বীকার করে বর্তমান প্রশাসন এ বিষয়ে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024