|
Date: 2025-05-12 14:12:12 |
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) সংবিধি/বিধি/গঠনতন্ত্র বিষয়ে শিক্ষার্থীদের মতামত আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ মে ২০২৫ তারিখ রাত ১২টা থেকে ২১ মে ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা নির্ধারিত ফরমেটে সুস্পষ্ট লিখিত মতামত জমা দিতে পারবে। এ উদ্দেশ্যে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পোর্টালে লগইন করে মতামত প্রদান করতে হবে। নির্ধারিত সময়সীমার পর কোনো মতামত গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০০তম (বিশেষ) সভায়, প্রস্তাবিত জকসু সংবিধি নিয়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
© Deshchitro 2024