স্নেহের তৃষ্ণা

        এস.এম জাহিদ হোসেন 


আমগাছটায় বাতাস আজও লাগে,পাতাগুলোও ঝরে পড়ে কেউ কুড়াবে না জানা সত্ত্বেও....

পুকুরের পানিটা আজও অথৈ তবে স্থির, ঢেউ উঠে না কারও কাপড় ধোয়ার শব্দে।


বড়ইগুলোও খুবই নিষ্ঠুর, 

আগের মতই বেড়ে উঠে তবে যত্ন ছাড়া,

সেই ভগ্ন ঘরটা থেকে আসে না আর কারো সাড়া।


বেলগাছটাও অনড় তবে ঢেকে গেছে বাঁশ ঝাড়ের মাঝে,

মরীচিকাময় টিনের বেড়াটা আজ সেঁঝে আছে নব সাঁঝে।


জানালায় আজও দৃষ্টিগোচর,গৃহিণীর ছোট্ট সেই কৃষিবাগান তবে মরুময় বহে শুন্যতার বান,

টিনের চালে বৃষ্টির নুপুর আজও বাঁজে, শোনায় 

তার বেদনার গান।


তোমার স্মৃতি তো খুঁজে পাই আঙিনার প্রতিটি ধূলিকণায়

কি করবো বলো আমারে, নাই তো ডাকিবার উপায়....


আদর তো পাই তবে হাতটা তো আর এক নাই, 

কল্পনায় সময় চলে যায়, সেই স্নেহের তৃষ্ণায়।


দিন যায় রাত আসে পার হয়ে মাস গড়ায়, 

গৃহে না যাওয়ার কারণটা সবাই চায়,

কারণতো আছে কিন্তু উত্তরটা নাই.......।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024