রবিবার (১১ মে) পীর বাড়ির কবরস্থানে গিয়ে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মহাদ্দিস আবু তালহা (রহ:) এর কবর জিয়ারত করেন বাংলাদেশ খেলাফত মজলিস অভয়নগর থানা শাখার নেতৃবৃন্দ। 

নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার মুহাদ্দিস আবু তালহা রহঃ( কালিয়া হুজুর) ( রহ:) দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপিঠ (কওমী) জামিয়া আরাবিয়্যাহ মুহিউল ইসলাম নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসা,অভয়নগর, যশোরের কালিয়া হুজুর ( রহ:) নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসায় প্রায় ৪০ বছর যাবৎ শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশের বৃহৎ ট্যানারি শিল্প SAF( Sheikh Akij Family) নওয়াপাড়া পৌরসভা, অভয়নগর যশোর  এর কেন্দ্রীয় মাসজিদের ইমাম ও খতিব হিসেবে নিয়জিত ছিলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস অভয়নগর থানা শাখার নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী নওয়াপাড়া মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস আলেম গড়ার কারিগর হাজারো আলেমের ওস্তাদ বিনয়ী আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাত এর অগ্রসৈনিক প্রায় ৪০ বছর খেদমত করে পরপারে পাড়ি জমিয়েছেন মাওলানা আবু তালহা সাহেব কালিয়ার হুজুর (রহঃ) এর কবর জিয়ারত করেন, কবর জিয়ারতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতুল অভয়নগর থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান সাধারণ সম্পাদক মাওলানা  জাকারিয়া হোসাইন, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা খাইরুজ্জামান সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আমিরুল ইসলাম, যুব মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদ সহ আরো অনেকে। 

জামিয়া রাবিয়া মহিবুল ইসলাম নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসায় হুজুরের স্মৃতিচারণ করেন-নওয়াপাড়া মাদ্রাসার সুযোগ্য মহাপরিচালক নওয়াপাড়া মাদ্রাসার মহাপরিচালক ও৷ মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব খাজা রফিকুজ্জামান শাহ ( পীর সাহেব)রহমাতুল্লাহ এর মত বিনিময়ে অনুষ্ঠিত হয় পীর সাহেব হুজুরের কাছে কালিয়ার হুজুরের কথা জানতে চাইলে পীর সাহেব হুজুর বলেন, কালিয়ার হুজুরের কথা কি বলবো উনি একজন মাদ্রাসা প্রেমিক  সব সময় উনার জবানে মাদ্রাসার কোথায় আলোচনা হতো জীবনটা কেটেছে মাদ্রাসার খেদমত করে উনার সম্পর্কে আমি আর কি বলবো আপনারা সবাই দোয়া করি আমি মনে করেছিলাম অসুস্থ আমি আগে চলে যাব কিন্তু কালিয়ার হুজুর আমাকে রেখে মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে, সবাই হযরত কালিয়ার হুজুর রহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করবেন মতবিনিময়ে সবাই উপস্থিত ছিলেন নোয়াপাড়া মাদ্রাসার সুযোগ্য নাজেমে তালিমাত শিক্ষা সচিব হাফেজ মাওলানা, মনিরুজ্জামান ,সিনিয়র মুহাদ্দিস মাওলানা জয়নুল আবেদীন, হাফেজ মাওলানা গোলাম মাওলা, হাফেজ মাওলানা আবু দাউদ, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মান্নান ,সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসাইন ,সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল,  হাফেজ আমিরুল ইসলাম সহ নেতৃবৃন্দ নয়াপাড়া মাদ্রাসার অফিস কক্ষে একমত বিনিময় সভা মাওলানা জাকারিয়া হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াপাড়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আবু দাউদ ইমাম ও খতিব নওয়াপাড়া উপজেলা জামে মসজিদ। উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান মাওলানা খাইরুজ্জামান মাওলানা শফিকুল ,হাফেজ আমিরুল ইসলাম সহ আরো অনেকে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024