মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশ ও স্থানীয়দের সহায়তার শহরের শাপলাবাগ রেল ক্রসিং সংলগ্ন কলোনিতে শাহিদা বেগম নামে এক নারীর বাসায় অভিযান চালিয়ে বসতঘরের খাটের নিচ থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা ও তিন পিস ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক ব্যবসায়ি শাহিদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহিদা শাপলাবাগ এলাকার মৃত ফুল মিয়ার স্ত্রী। 

এছাড়াও শাপলাবাগ রেলক্রসিং সংলগ্ন পশ্চিম পাশে জনৈক জাহানারা বেগম এর টং দোকানের সামনে থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে মোঃ মিঠুন মিয়া (২৮), উপজেলার কালাপুর গ্রামের মৃত দুরুদ মিয়ার ছেলে মোঃ ছুরুক মিয় (৩৫), পৌরসভার কালিঘাট রোডের আলকাছ মিয়ার ছেলে মোঃ মিরাজ মিয়া (২৬) এবং শহরতলীর শাপলাবাগ এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় শনিবার (১০ মে) রাতে থানার তদন্ত অফিসার মোবারক হোসেন এর নেতৃত্বে এবং এসআই (নিরস্ত্র) সুজন কান্তি পাল সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল শহরতলীর শাপলাবাগ এলাকার রেলক্রসিং এলাকা থেকে স্থানীয় যুবকদের সহায়তায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামিদের দেওয়া তথ্যমতে শাপলাবাগ কলোনির বাসিন্দা মাদক ব্যবসায়ী শাহিদা বেগম এর বসত ঘরে তল্লাশী করে ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লবদ্ধ নগদ দুই লক্ষ আশি হাজার তিনশত পঞ্চাশ টাকা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী শাহিদা বেগমকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৫ মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে রবিবার (১১ মে) দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024