|
Date: 2025-05-10 19:07:47 |
রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়ন বিএনপি সহসভাপতি সাইদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মামলার স্বাক্ষী হয়েছেন একই দলের ওই ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ বাবুল ও সাধারণ সম্পাদক মনছুর আলী মেম্বার। আর বাদী হয়েছেন জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি জিল্লুর রহমান ওরফে দরবেশ। মিথ্যা মামলা প্রত্যাহার ও ইউনিয়ন বিএনপি সভাপতি-সম্পাদকের পদত্যাগের দাবিতে শনিবার (১০ মে) দুপুরে চৌধুরাণী বাজারে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনগণ।
ভূক্তভোগী সাইদুর রহমান বলেন, আমার জনপ্রিয়তা ও জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে ইউনিয়ন বিএনপি নেতারা পৃষ্টপোষক ও ইন্ধন দিয়ে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির নেতা জিল্লুর রহমানের সহযোগিতায় তার নামে মিথ্যা মামলা দায়ের করেন। শুধু মামলা দিয়ে তারা থেমে যাননি। গত ৪ মে জিল্লুর রহমান অতর্কিভাবে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে পেটের বামপাশে আঘাত করে। তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পরে তিনি ইউনিয়ন বিএনপির কাছে ন্যায়বিচার চাইলে তারা সঠিক বিচার না করে উল্টো তার বিপক্ষে মামলার স্বাক্ষী হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় মতলেবুর রহমান ও সোলায়মান আলী বলেন, ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল পদে থেকে তারা কিভাবে আরেক বিএনপি নেতার বিপক্ষে গিয়ে মামলার স্বাক্ষী হলেন। আর মামলার বাদী ওয়ার্ড জাপার সভাপতি। আমরা অচিরেই ইউনিয়ন বিএনপি থেকে তাদের পদত্যাগের দাবি জানাই।
মামলার বাদী জিল্লুর রহমানকে এবিষয়ে জানতে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ইউনিয়ন বিএনপি সভাপতি ও মামলার স্বাক্ষী হারুন অর রশিদ বাবুল জানান, এটা তাদের পারিবারিক ঝামেলা। আর আমাদের যে স্বাক্ষী বানানো হয়েছে এবিষয়ে আমরা কিছুই জানিনা।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ জানান, বিষয়টি আমি শুনেছি। যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে আমরা তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জীবন রহমান, স্বাধীন মিয়া, আব্দুল মতিন, সাইফুল ইসলাম বিপ্লব সহ অনেকে।
© Deshchitro 2024