বারইয়ারহাটে ইদারাতুল কোরআন হিফজ মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী। অনুষ্ঠান ইদারাতুল কোরআন হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ রবিউল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা অলি উল্ল্যাহ, করেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোবারক হোসাইন মিয়াজী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলানা কাউসার আলম, আল আবরার হিফজুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল আজিজ। পবিত্র কুরআন তেলাওয়াত করেন দারুল আমান ইসলামী একাডেমির পরিচালক হাফেজ কারী আব্দুল মান্নান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আশরাফুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ফয়েজুল্লাহ। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024