ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এই প্রথম " স্পীড ফাস্ট কুরিয়ার লিঃ" এর শুভ উদ্বোধন। আজ (৯মে শুক্রবার)  উপজেলা পরিষদ মার্কেট, নলেজ বুক হাউস সংলগ্ন "স্পীড ফাস্ট কুরিয়ার লিঃ " শাখার উদ্বোধন হয়েছে । আজ দেশব্যাপী একযোগে ৪৯৫ টি শাখার উদ্বোধন হয়েছে ।  ফিতা কেটে উদ্বোধন করেন -"স্পীড ফাস্ট কুরিয়ার লিমিটেড বালিয়াডাঙ্গী হাবের পরিচালক মোঃ স্বপন আকতার , বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী আব্দুল খালেক, হাফেজ মোঃ আমজাদ হোসেন সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীগণ  উপস্থিত ছিলেন। 

"স্পীড ফাস্ট কুরিয়ার  লিঃ" এর বালিয়াডাঙ্গী হাবের পরিচালক  মোঃ স্বপন আকতার বলেন -স্পীড ফাস্ট মূলত একটি কুরিয়ার সার্ভিস। এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইন ভিত্তিক ক্রেতা- বিক্রেতা  সহজেই তাদের পণ্য আদান- প্রদান করতে পারবেন । ক্রেতা- বিক্রেতার পণ্য সহজে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার  লক্ষ্যে  মূলত এই প্রতিষ্ঠান  প্রতিষ্ঠিত হয়েছে। আমরা একযোগে ৪৯৫ টি উপজেলায় এর কার্যক্রম শুরু করেছি । দেশের অভ্যন্তরে যে কোন উপজেলায় অনলাইন ভিত্তিক ক্রেতা- বিক্রেতাদের পণ্য সহজে, নিশ্চিন্তে, স্বল্প সময়ে গ্রাহকের নিকট পৌঁছে দিতে  আমরা অঙ্গীকার বদ্ধ। তিনি আরো বলেন  -মার্চেন্ট অর্থাৎ পণ্য বিক্রেতা পণ্যের পেমেন্ট ২৪ ঘন্টার মধ্যেই  পরিশোধ করতে "স্পীড ফাস্ট কুরিয়ার  লিঃ" অঙ্গীকারবদ্ধ । 

মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয় ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024