|
Date: 2025-05-08 21:10:48 |
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টায় মাদ্রাসার অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি. এম. রবিউল্লাহ বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সার্চ কমিটির ১নং সদস্য আল মাহমুদ ছোট্ট, সার্চ কমিটির ২নং সদস্য ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান, মোঃ মাহবুবর রহমান, মোঃ রেজাউল খাঁ, মোঃ আঃ খালেক, সবুজ সংঘের সভাপতি ইবনে সিনা সুজন, মোঃ ইদ্রিস আলী, মোঃ আলমগীর হোসেন, মোঃ রবিউল ইসলাম, মোঃ ফিরুজ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি আয়েশা ছিদ্দিক, সদস্য সচিব মাদ্রাসা সুপার মাওঃ ইদ্রিস আলী, শিক্ষক প্রতিনিধি মাওঃ নাজমুল আমান এবং অভিভাবক সদস্য মাওঃ মোবারক হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় বক্তব্য রাখতে গিয়ে নবনিযুক্ত সভাপতি আয়েশা ছিদ্দিক বলেন, “আমি আমার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে মাদ্রাসার যাবতীয় প্রতিবন্ধকতা দূর করে শিক্ষার মান বজায় রাখার পাশাপাশি একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাব। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ। আমি সকলের সহযোগিতা কামনা করছি।”
© Deshchitro 2024