নাটোরের লালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিককে হয়রানি ও মিথ্যা মামলার হুমকির অভিযোগ উঠেছে উপজেলা যুব উন্নয়নের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ই মে) এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী সাংবাদিক শিমুল আলী দৈনিক সময়ের আলো পত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি গত ২৪ এপ্রিল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে তথ্য অধিকার আইনের ২০০৯ অনুযায়ী একটি তথ্য চেয়ে আবেদন করেন। আবেদন করার পর কয়েক দিনের মধ্যে ওই দপ্তর থেকে তাকে ফোনে ডেকে পাঠানো হয়। ফোন পেয়ে তথ্য নিতে উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর অফিসে গেলে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ফিরোজ আহমেদ অপমানজনক আচরণ করেন এবং মিথ্যা মামলার হুমকি দেন। তথ্য অধিকার সংরক্ষণ আইন মোতাবেক তথ্য নিতে উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরে গেলে শিমুলকে জানানো হয় যে, তিনি কোনো তথ্য পাবেন না। উল্টো তাকে অপমানজনক আচরণের শিকার হতে হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়। তিনি আরও দাবি করেন, তাকে দপ্তরের কর্মচারীরা দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ তোলে এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়। তিনি আরও বলেন,আমি একজন সাংবাদিক হয়ে তথ্য চাইতে গিয়ে আজ নিজেই সমস্যার মুখে পড়েছি। সরকারি দপ্তরের কেউ যদি এভাবে তথ্য চাওয়ায় ক্ষিপ্ত হন, তাহলে সাধারণ মানুষ কীভাবে অধিকার আদায় করবে। এবং লিখিত অভিযোগে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ সংক্রান্ত অনুলিপি জেলা প্রশাসক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বরাবরও পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান,দৈনিক দেশ চিত্র নিউজ কে জানান, বিষয়টি তিনি জানেন না অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ।এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024