|
Date: 2025-05-08 18:19:30 |
বৃহস্পতিবার (৮ মে) সকাল ৮টা ৫৩ মিনিটে এই ভূমিকম্পটি সেমনান প্রদেশের জামানআবাদ এলাকায় ভূ-পৃষ্ঠের ৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
ইরানি ভূকম্পন সংস্থার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ।
জানা গেছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল দ্রাঘিমাংশ ৫৭ দশমিক ১৯ ডিগ্রি ও অক্ষাংশ ৩৫ দশমিক ২৫ ডিগ্রি স্থানে।
ইরান মূলত একটি ভূমিকম্প-প্রবণ অঞ্চল। কারণ দেশটি দুটি প্রধান টেকটোনিক প্লেট আরবীয় প্লেট ও ইউরেশীয় প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই দুটি প্লেট এখন পরস্পরের দিকে এগিয়ে আসছে। যার ফলে অঞ্চলটিতে বড় ধরনের ভূমিকম্প প্রায়ই ঘটে।
ইরানে বছরে গড়ে ১০ হাজার ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়। এর মধ্যে কিছু ভূমিকম্প হয় মারাত্মক ধ্বংসাত্মক। যেমন ২০০৩ সালের ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২৬ হাজার মানুষ মারা যায়।
© Deshchitro 2024