আদমদীঘিতে একটি পোল্ট্রি ফার্মে ঢুকে ১৫ দিন বয়সের এক হাজারের অধিক সোনালী মুরগী বাচ্চা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়া পান্না পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে।
আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়ার পান্না পোণ্ট্রি ফার্মের স্বত্বাধিকারি হারুনুর রশিদ জানান, তার বাড়ির পাশে পান্না পোল্ট্রি নামক একটি মুরগী ফার্ম রয়েছে। ওই ফার্মে দীর্ঘদিন ধরেই সোনালী জাতের মুরগী বাচ্চা কিনে নিয়ে লালন পালন করে বাজারজাত করে আসছেন। বর্তমানে ফার্মে এক হাজারের অধিক বিভিন্ন জাতের মুরগী বাচ্চা রয়েছে। যাদের বয়স হয়েছিল মাত্র ১৫ দিন। গত মঙ্গলবার সন্ধ্যার পর মুরগি বাচ্চাদের খাবার দিয়ে ফার্মের দরজা বন্ধ করে বাসায় যাই। রাত আনুমানিক সাড়ে ১১ টায় দিকে তার কেয়ারটেকার হাসান আলী ফার্মে মুরগি বাচ্চাদের খাবার দিতে এসে দেখেন দুর্বৃত্তরা ফামের বেড়া কেটে ঘরে ঢুকে মাত্র ১৫ দিন বয়সের এক হাজারের অধিক সোনালী জাতের মুরগির বাচ্চা পদদলিত করে মেরে ফেলেছে। যার ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে তিনি দাবী করেন। এ ঘটনায় হারনুর রশিদের স্ত্রী শবনম মোস্তারি বাদি হয়ে আদমদীঘি থানায় তিনজনের নামে একটি লিখিত অভিযোগ করেছেন।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম অভিযোগ পাওয়া নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024