|
Date: 2025-05-08 08:53:00 |
সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজীম সাইয়ারা তটিনী। অভিনয়ে তার পথচলা বেশি দিন না হলেও এরই মধ্যে প্রমাণ করেছেন নিজের প্রতিভা। অভিনয়ে মুগ্ধতা ছড়িয়ে দর্শকের হৃদয় জয় করেছেন তিনি। নির্মাতাদের পছন্দের তালিকাতেও তার অবস্থান উপরে দিকেই। আলোচিত এই অভিনেত্রীকে নিয়ে লিখেছেন মাসুদুর রহমান।
কয়েক দিন ধরেই মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না তটিনীকে। অবশেষে সাড়া মেলে তার। ফোন রিসিভ করেই ওপার প্রান্ত থেকে স্বভাব সুলভ ভাষায় কুশলাদি আদান-প্রদান করেই বললেন, ‘আসলে শুটিংয়ে থাকলে অনেক সময় কল রিসিভ করার সুযোগ হয় না। আবার কখনো ফোন বন্ধ করে রাখা হয়। এ জন্য হয়তো অনেকেই ফোনে পান না আমায়।’ সেই সঙ্গে জানান লাইট-ক্যামেরা-অ্যাকশনে নিজের ব্যস্ততা। ঈদের নাটকের শুটিংয়ের ভরা মৌসুম চললেও মাত্র একটি গল্পের কাজ শেষ করেছেন তটিনী। হাসিব হোসাইন রাখি পরিচালনায় ‘চল হারিয়ে যাই’ শিরোনামের নাটকের শুটিং করেছেন। রোমান্টিক গল্পের এই নাটকে তটিনী জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুবের সঙ্গে।
সম্প্রতি একই পরিচালকের আরও একটি ঈদের নাটকের শুটিং করছেন চট্টগ্রামে। নাটকটি নিয়ে তটিনী বলেন, ‘সিএমভির এই ঈদের নাটকের নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে গল্পটি রোমান্টিক ঘরানার। এই নাটকেও আমার সহশিল্পী তৌসিফ মাহবুব ভাইয়া। নাটকটি নিয়ে এর বেশি কিছু বলা যাবে না। বলতে পারেন নিষেধ আছে। আগে কাজটা শেষ হোক।’
একক নাটকের শুটিংয়ের জন্য সাধারণত ২/৩ দিন সময় লাগলেও এই কাজে তটিনী পার করবেন টানা প্রায় এক সপ্তাহ। সময় নিয়ে কাজ করা প্রসঙ্গে তটিনী বলেন, ‘আমার তাড়াহুড়ো কোনো কাজ ভালো লাগে না। সময় নিয়ে পরিপাটি কাজ পছন্দ করি। ধীরে সুস্থে গুছিয়ে কোনো নাটকের শুটিং করতে গেলে ৬-৭ দিন লেগে যায়। তবে খুব কম পরিচালকই সময় নিয়ে কাজ করেন। তাদের একজন হাসিব হোসাইন রাখি। তার পরিচালনায় আমরা সুন্দর একটি কাজ করছি। আশা করছি নাটকটি আসছে ঈদে দর্শকদের বাড়তি আনন্দ দেবে।’
গত ঈদে তটিনী অভিনীত নাটকগুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নেয় ‘তোমাদের গল্প’। নাটকে তটিনীর সাবলীল অভিনয় মন ছুঁয়ে যায় সবার। ছোটপর্দারও এই তারকা জানান, রোজার ঈদের জন্য পাঁচটি নতুন নাটকে কাজ করে থাকলেও প্রচারে এসেছে ১৫টি। বাকি নাটকগুলোতে অভিনয় করেছিলেন বেশ আগে। গত ঈদের নাটকগুলোতে তাকে দেখা গেছে জোভান, ইয়াশ রোহান ও তৌসিফ মাহবুবের বিপরীতে। তৌসিফ মাহবুবের সঙ্গে তটিনীর কম কাজ হলেও গত ঈদে একাধিক নাটকে দেখা গেছে তাদের। নাটকগুলো ভালো সাড়া ফেলেছে। তারই ধারাবাহিকতায় তৌসিফ-তটিনীকে দেখা যাবে কুরবানির ঈদে।
এ নিয়ে তটিনী বলেন, ‘জোভান বা ইয়াশ রোহানের সঙ্গে তুলনামূলক বেশি কাজ করা হলেও তৌসিফ ভাইয়ের সঙ্গে আমার কম কাজ হয়েছে। কম কাজ করলেও তার সঙ্গে আমার অভিনীত নাটকগুলো দর্শক গ্রহণ করেছেন। গত ঈদেও আমাদের জুটি দর্শক গ্রহণ করেছেন। দর্শকদের পছন্দের কারণে আমরাও উৎসাহিত হচ্ছি। আসছে কুরবানির ঈদের জন্য এ পর্যন্ত একটি নাটকে অভিনয় শেষ করেছি। আরেকটিতে অভিনয় করছি। দুটি নাটকেই আমার বিপরীতে তৌসিফ ভাই।’
কুরবানীর ঈদকে ঘিরে চাহিদা থাকলেও বেছে বেছে কাজ করছেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ঈদে ভালো ফিডব্যাক পাওয়ার কারণে প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তবে এটি ধরে রাখা কঠিন। সবসময় ভালো চিত্রনাট্য আসেও না। তবুও চেষ্টা করছি বাছাই করে মানসম্মত কিছু কাজ করতে। কুরবানির ঈদের জন্য হয়তো ৬ থেকে ৭টি নাটকে অভিনয় করা হবে।’
চাহিদার কারণে রোমান্টিক গল্পের নায়িকা হয়েই পর্দায় হাজির হন তটিনী। তবে একই ঘরানার কাজ করতে চান না তিনি। তটিনী বলেন, ‘সব ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই। সে জন্য চেষ্টাও করেছি। আশা করছি আগামী ঈদে তার প্রতিফলন ঘটবে। দর্শক ভিন্ন গল্প ও চরিত্রে দেখতে পাবেন আমায়।’
নাটকে দর্শকদের কাছে প্রশংসিত হলেও এখন পর্যন্ত সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমা নিয়ে আপাতত পরিকল্পনা নেই। এটি অনেক বড় ক্যানভাস। তবে ভালো গল্প ও চরিত্র পেলে ভেবে দেখব। এখন নাটক নিয়েই সব ভাবনা।’
অভিনয় নিয়ে স্বপ্ন দেখা তটিনী বলেন, ‘আমার অভিনয়ের ক্যারিয়ার খুব বেশি দিনের না। সৌভাগ্য আলোচিত পরিচালকের অনেক নাটকে আমি কাজ করেছি। যা করেছি তা থেকে দর্শকের অনেক ভালো সাড়া পেয়েছি। এ জন্য দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের ভালোবাসায় মুগ্ধ। কিন্তু শিল্পী হিসেবে এখনও অনেক কিছু শেখার বাকি আছে। একজন ভালো অভিনেত্রী হতে চাই। সে জন্য চেষ্টা করে যাচ্ছি।’
© Deshchitro 2024