|
Date: 2025-05-07 23:04:32 |
চাঁদপুরের কচুয়া উপজেলার বায়েক মোড়ে ব্রীজ ও যাত্রী ছাউনি সংলগ্ন দু’পাশে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছ্বেদের দাবীতে উপজেলা সার্ভেয়ার তানিয়া আক্তার সরেজমিনে পরিদর্শন করেছেন। বুধবার বিকেলে স্থানীয় সাচার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. একরামুল হককে নিয়ে বায়েক মোড়ে রাস্তার দু’পাশে দখলীয় জায়গা পরিমাপ করেন এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।
জানা গেছে, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০০১ সালে তৎকালীন সময়ে রাস্তার উত্তর পাশের জায়গাটি সরকারি অর্থায়নে ভরাট করে পরবর্তীতে আওয়ামী ক্ষমতায় আসার পর স্থানীয় প্রভাবশালী লোকজন এই জায়গা দখল করে দোকানপাট গড়ে তুলেন। ৫ আগষ্ট জুলাই বিপ্লবের পর ওই জায়গা দিয়ে জনস্বার্থে চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে উপজেলা প্রশাসন বরাবর স্থানীয় লোকজন লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে বুধবার সরেজমিনে জান কচুয়া উপজেলা সার্ভেয়ার তানিয়া আক্তার।
স্থানীয় বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ ও জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, তৎকালীন প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সরকারি হালট দখলের মাধ্যমে ভোগ দখল করে। বর্তমানে জনস্বার্থে আমরা এলাকাবাসী ওই ভূমি গুলো উদ্ধার করতে প্রশাসনের জোড় দাবী জানাই।
এসময় বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ, জাহাঙ্গীর আলম মোল্লা, আনিছুল হক, মিজানুর রহমান তালুকদার, মো. শামছুল হক, রিয়াজুল ইসলাম, ইসমাইল হোসেন, কবির হোসেন, বাবুল হোসেন, রাকিবুল ইসলাম, আবু বক্কর, সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024