|
Date: 2025-05-07 22:29:07 |
শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভেজাল বিরোধী অভিযানকালে মরিচের গুড়ার সাথে রং মেশানোর কারণে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের জন্য একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও ভেজাল ঘন চিনি এবং রং মেশানোর জন্য একটি বেকারিকে ২০ হাজার টাকাসহ তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৬ মে মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদুল ইসলাম-এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন থানা পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024