চাঁদপুরের কচুয়ায় ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত বিভিন্ন উপকার ভোগী পরিবারের সদস্যদের মাঝে ও পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র দগ্ধ ও প্রতিবন্ধী ঋন কার্যক্রমের আওতায় সুদ মুক্ত ক্ষুদ্র ঋনের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এলাকার শতাধিক গরীব-অসহায়, প্রতিবন্ধী পরিবারের প্রতি সদস্যদের মাঝে ৫০ হাজার টাকা করে ৫০লক্ষ টাকা ও সুদ মুক্ত ক্ষুদ্র ঋনের ৮লক্ষ ৭৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

কচুয়া উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ নাহিদ ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ রুহুল আমিন বাশির, মোঃ সাইফ উদ্দিন, কচুয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও উপকার ভোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024