২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় জিএপি সার্টিফিকেশন বিষয়ক দিনব্যাপী কৃষক ও উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বুধবার দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হাসান ও ওয়াহিদুদ জামান নুর। দিনব্যাপী প্রশিক্ষণে কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার, মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত, কৃষকদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি, রপ্তানিযোগ্য ফসল উৎপাদন, নিরাপদ খাবার চাষ আবাদ, নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করার ধারাবাহিকতায় ঝিনাইগাতী উপজেলার ৫০ জন কৃষক-কৃষানি ও কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024