বরিশালে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ।সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীদের সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয়ের আওতায় আনার পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের আলোকে উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে।তাদের আরও দাবি, বর্তমানে প্রচলিত জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী ধাপগুলো পুনর্বিন্যাস করে ১২তম গ্রেডে অন্তর্ভুক্ত করতে হবে। একইসঙ্গে বিদ্যমান ব্লকপোস্ট বিলুপ্ত করে যুগোপযোগী ও জ্যেষ্ঠতাভিত্তিক পদোন্নতির সুযোগ রেখে পৃথক নিয়োগ বিধিমালা প্রণয়ন করার আহ্বান জানান তারা।মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বরিশাল জেলা শাখার সভাপতি এসএম হেদায়েতুন্নবী জাকির, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024