বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের মথুরাপাড়ায় যমুনা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুর থানাধীন মেঘায় বড়ইতলীর মৃত কার্তিক হালদারের ছেলে
মনমত হালদার (৪৫) এবং সবুজ হালদার (৩২)।

জানা গেছে, যমুনা নদীতে মাছ ধরে রবিবার দুপুরে দেবডাঙ্গা মাছ বাজার আড়তে মাছ বিক্রি করেন। বিকাল ৩.৪৫ ঘটিকার দিকে হঠাৎ ঝড় বৃষ্টি দেখে আড়তের নিচে যমুনা নদীর ঘাটে নৌকা বাধার জন্য নৌকায় যায়। দুই ভাই কাঁচা বাঁশের লগি বসানোর সময় বজ্রপাতে তারা নৌকার উপর দাঁড়ানো অবস্থা থেকে নৌকার পার্শ্বে পানিতে পড়ে যায়। আড়তের লোকজন তাদেরকে পড়ে যেতে দেখে দৌঁড়ে নৌকার কাছে গিয়ে তাদেরকে নৌকার পাশে মৃত অবস্থায় দেখতে পায়। অতপর মৃত দেহ মাছ বাজারের আড়তে নিয়ে আসে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম জানান, বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। তাদের আত্মীয় স্বজনকে সংবাদ দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024