নীলফামারীর কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র ও বুলেটসহ মাহাফুজার রহমান (৩৬) নামে এক ভুয়া ছাত্র সমন্বয়ককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত শনিবার (৩ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার তিস্তা সেচ ক্যানেল ব্রীজের উপর থেকে তাকে আটক করে রোববার (৪ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানার সাব ইন্সপেক্টর (এস আই) ফিরোজ কবির বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেন। মামলা নং ০৭। গ্রেফতারকৃত মাহাফুজার রহমান কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা মাওলানা পাড়া গ্রামের মৃত আঃ মজিদের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ই আগষ্টের পর মাহাফুজার রহমান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছিলো। এঘটনায় শনিবার রাতে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা একটি রাইফেলের বুলেট ও একটি দেশীয় অস্ত্র ছোরা উদ্ধার করা হয়।
এবিষয়ে উপজেলা দ্যা রেড জুলাইয়ের আহবায়ক মোতালেব হোসেন বলেন, মাহাফুজার রহমান নামে কোন ছাত্র সমন্বয়ক নেই। তাছাড়া আমি যতটুকু জানি সমন্বয়ক পরিচয়ে যিনি গ্রেফতার হয়েছেন তার কোন ছাত্রত্বও নেই। কেউ যদি ভুয়া সমন্বয়ক পরিচয়ে কোন অপকর্ম করে এর দ্বায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা দ্যা রেড জুলাই নিবে না।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহফুজার রহমান নামে একজনকে আটক করে অস্ত্র মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024