
রাবিতে চান্স পেলো সাংবাদিকের পুত্র নাজমুস সাকিব
আবু তালেব, লালপুর( নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চান্স পেয়েছেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশবেলার সম্পাদক মো. জামিরুল ইসলামের ছেলে নাজমুস সাকিব। রাবি থেকে প্রকাশিত ফলাফলে এমনটা জানা গেছে। রাবির ‘সি ইউনিটে’ চান্স পান তিনি। তার মেরিট পজিশন ২ হাজার ৯১০ তম।
নাজমুস সাকিব নাটোরের লালপুরের লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় এন্ড এসএসসি ভোকেশনাল ও বিএম কলেজ থেকে ২০২১ সালে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। আর গতবছর রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন তিনি।
নাটোরের লালপুরের জামিরুল-সাখেরা দম্পতির দুই সন্তানের মধ্যে নাজমুস সাকিব ছোট। সাকিবের একমাত্র বড় বোন মুতাহিরা খাতুন মুক্তা পেশায় চিকিৎসক। আর তার পিতা জামিরুল ইসলাম সাংবাদিকতা ছাড়াও সুনামের সাথে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাজমুস সাকিব। লেখাপড়া শেষে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে চান তিনি। সকলের কাছে দোয়া চেয়েছেন সাকিব।
এ ব্যপারে সাকিবের পিতা বাংলাদেশবেলার সম্পাদক সিনিয়র শিক্ষক জামিরুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই নাজমুস সাকিব অনেক মেধাবী। পড়ালেখায় সে বেশ মনোযোগী। তার সফলতায় আমরা আনন্দিত।