ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল প্রেসক্লাবের নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২৭ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় ক্ষেতলাল প্রেসক্লাব কার্যালয়ে সাবেক সহ-সভাপতি আজিজার রহমান এর সভাপতিত্বে এক জরুরী সভায় দ্বি-বার্ষিক কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘোষণা করা হয়। ওই সভায় সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় আজ ৩ মে (শনিবার) বিকেল ৩ টায় প্রেসক্লাব কার্যালয়ে সর্বসম্মতিক্রমে সাবেক সহ সভাপতি আজিজার রহমান (আজকের প্রত্রিকা) সভাপতি ও হাসান আলী (দৈনিক যুগান্তর) কে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১৭ সদস্যবিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম (আজকালের খবর), সহ-সভাপতি মিজানুর রহমান (প্রতিদিনের সংবাদ), আ.ন.ম রুহুল আমিন চিশতি (দৈনিক দিনকাল), জিএম কিবরিয়া (দৈনিক উত্তরকোণ)। সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী রকেট(দৈনিক বগুড়া), অর্থ সম্পাদক একরামুল ইসলাম উজ্জ্বল (ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক (দৈনিক পাঞ্জেরী), দপ্তর ও প্রচার সম্পাদক মামনুর রশীদ পান্না (বাংলাদেশ সময়), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফখরুজ্জামান চৌধুরী রুমি (প্রাণের বাংলাদেশ), আইসিটি বিষয়ক সম্পাদক আবু হাসান (মানবজমিন), আইন বিষয়ক সম্পাদক এসএম মোরশেদ (বিশ্বমানচিত্র), সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই মিলন (আজকের সংবাদ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন (খোলা কাগজ), শিক্ষা সম্পাদক মহিউল ইসলাম মুরাদ (জয়পুরহাট খবর), নির্বাহী সদস্য আমানুল্লাহ আমান (কালবেলা), মুনছুর রহমান বাবু (কবি ও সাহিত্যিক), সাধারণ সদস্য আলী মর্তুজা চৌধুরী (চাঁদনী বাজার), এনামুল হক (মায়ের আঁচল), শামীম হোসাইন (দৈনিক সংগ্রাম), চপল সরদার (বাংলাদেশ সমাচার), হানিফ সরদার (আজকের দর্পন) ও বাছির উদ্দিন (দি মুসলিমস টাইমস)। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দীপেন্দ্রনাথ সিং, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদুল হক, উপজেলা পরিষদের সিএ সাদিক মোহাম্মদ শওকত ও প্রভাষক আনোয়ারুল ইসলাম প্রমূখ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024