রংপুরের পীরগাছায় মাটি বহনকারী বড় ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে চার বছরের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। শনিবার (৩ মে) বিকেল ৫টায় উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ছোট ঝিনিয়া বক্কর সুপারের বাড়ির সামনে পাকা রাস্তায় ঘটনাটি ঘটে। নিহত রকি বাবু ওই গ্রামের ইসহাক আলীর ছেলে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেফতার দেখিয়ে ট্রাক্টর চালককে পীরগাছা থানায় নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানা ওসি নুরে আলম সিদ্দিকী।  
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইসহাক আলী পাশের গ্রামে হান্নানের বাড়িতে কাজ করতেন। রকি বাবু ও তার বোন বাবার সাথে দেখা করতে ভ্যানযোগে যাচ্ছিল হান্নানের বাড়িতে। মধ্য রাস্তায় এসে বিপরীতমুখী মাটি বহনকারী একটি ট্রাক্টরের সাথে ভ্যানের ধাক্কা লেগে রকি বাবু ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। ট্রাক্টর চালক রুবেল মিয়া পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে। পরে থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।
পীরগাছা থানা এসআই মশিউর রহমান জানান, এঘটনায় নিহতের বাবা ইসহাক আলী বাদি হয়ে ট্রাক্টর চালক রুবেল মিয়ার নামে মামলা দায়ের করেন।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024