সবুজ শ্যামল প্রকৃতির কোলে যশোর জেলার অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে গড়ে উঠেছে এক নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান—"পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"।

২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মাওলানা আজিম উদ্দিন এর দূরদর্শী নেতৃত্ব, নিবিড় পর্যবেক্ষণ ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় ধাপে ধাপে গড়ে উঠেছে ৪৮ শতক জমির উপর। বর্তমানে প্রায় ২২২ জন ছাত্র-ছাত্রী এবং ১১ জন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে পরিচালিত হচ্ছে এই মনোরম ও শিক্ষা-বান্ধব প্রতিষ্ঠানটি।

এই মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্যসমূহের মধ্যে রয়েছে—সুযোগ্য, শিক্ষিত ও পরিশ্রমী হাফেজ ও আলেম দ্বারা শিক্ষাদান বাধ্যতামূলক আরবি, ইংরেজি, বাংলা, গণিতসহ মাসয়ালা-মাসায়েল ও দোয়ার পাঠ।

কিরাত, আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক, রচনা ও গজলসহ সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ।কোলাহলমুক্ত, আনন্দদায়ক ও পরিচ্ছন্ন পরিবেশ বিশিষ্ট ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আদর্শ মুসলিম ও দ্বায়ী হিসেবে শিক্ষার্থী গঠন।মেধাবি ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা। নির্ধারিত গাড়ির মাধ্যমে যাতায়াতের সুবিধা। ক্লাস শুরুর আগে শরীরচর্চার ব্যবস্থা। ইসলামিক সংগীত ও সহি কুরআন শিক্ষার উন্নত আয়োজন।এছাড়াও, নিয়মিত আয়োজিত হয় বার্ষিক ওয়াজ মাহফিল ও আজীবন সদস্য সম্মেলন, যা প্রতিষ্ঠানকে যুক্ত রেখেছে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্প্রীতির বন্ধনে।

পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা—একটি প্রতিষ্ঠান, যেখানে গড়ে ওঠে আগামী দিনের আদর্শ মুসলিম প্রজন্ম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024