|
Date: 2025-05-02 22:31:55 |
শতাধিক হজপ্রত্যাশীর অংশগ্রহণে আত্মিক পরিবেশে প্রশিক্ষণ কর্মসূচি, যশোর, ২ মে ২০২৫: যশোরের ঐতিহ্যবাহী আকিজ দরবার হলে শরীফ হজ গ্রুপ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘হজ প্রশিক্ষণ ২০২৫’। এই আত্মশুদ্ধিমূলক আয়োজনটি শতাধিক হজপ্রত্যাশীর অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
হজ প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আফসার আলী মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ নাসির উদ্দীন (সিআইপি) এবং প্রধান মেহমান ছিলেন শেখ নাফিস উদ্দীন ফাহিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সায়েম ইবনে আনোয়ার ও মো. গোলাম মোস্তফা।
প্রশিক্ষণে দিকনির্দেশনামূলক আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য আলেমগণ। মুফতি ইয়াহইয়া সাহেব (দা.বা.)-এর দোয়া ও নসিহা পুরো হলরুমকে কাঁদিয়ে তোলে।. হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ হজের ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেন এবং হাফেজ মাওলানা আশেক ইলাহী (দা.বা.), চেয়ারম্যান, শরীফ হজ গ্রুপ বাংলাদেশ, হজের আমলিক দিক নির্দেশনায় আলোকপাত করেন।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এস. এম. এমদাদুল হক সাহেব, পরিচালক, শরীফ হজ গ্রুপ বাংলাদেশ।
এই আয়োজন কেবল একটি প্রশিক্ষণ নয়, বরং ছিল হজযাত্রার আত্মিক প্রস্তুতির এক অনন্য সূচনা।শত শত কণ্ঠে উচ্চারিত হয়—"লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক…"। আল্লাহ যেন এই কাফেলার সকল সদস্যের হজ কবুল করেন—এই প্রার্থনায় শেষ হয় এই মহতী আয়োজন।
© Deshchitro 2024