পটুয়াখালীর গলাচিপায় সূতা বাড়িয়া গ্রামে চাষের জমিতে পানি ঢুকানোকে কেন্দ্র করে রিপন চৌকিদারকে  মারধর করে এলাকার প্রভাবশালী।


ঘটনাটি ঘটেছে গত ১ মে রোজ বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপায় সূতা বাড়িয়া আবাসন প্রকল্পের মো:বাদলের বসত ঘরের সামনে। জমিতে আউশধান চাষ করার জন্য জোয়ারের পানি তুলতে বাদল তার কাজের লোক রিপনকে বলেছিল।মালিকের কথা অনুযায়ী কাজ করে বিপদে পারে রিপন। জমির পাশঘেসা খাস খালে বিভিন্ন প্রজাতির মাছ রক্ষার্থে মাটির আইল ও নেট দিয়ে আদল দেয় স্থানীয় প্রভাবশালী মো:ফেরকান খান।আইল কেটে পানি ঢুকানোর জন্য মাছের ক্ষতির আশংকায় ক্ষিপ্ত হলে তর্কবিতর্ক হয় । এই তর্ক বিতর্কের এক পর্যায়ে মারামারিতে আহত হয় রিপন চৌকিদার।


আহত রিপনের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি চরমোনাই পীর সাহেবের অনুসারী হওয়ায় এবং ইসলামি সংগঠনে কাজে যুক্ত থাকায় গত ঈদের সময় আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আগে থেকেই ফোরকান খান আমাকে অপছন্দ করেন।বৃহস্পতিবার মালিকের আদেশ পালন করতে গিয়ে গালমন্দ শুনতে হয় এবং শরিরের বিভিন্ন স্থানে কিল ঘুষি ও লাঠির বাড়ি খেতে হয়। এধরনের অত্যাচারের বিচার চাই। 


এ বিষয়ে মো:ফোরকান খানের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও  তার মতামত জানা যায়নি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024