বৃহস্পতিবার ( ১লা মে)  বিকেলে শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক  আয়োজিত ক্রীড় পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় মাসব্যাপী অনুর্ধ্ব ১৫ ফুটবল  ও অনুর্ধ্ব ১৪ অ্যাটলেটিক্স প্রশিক্ষণ শুরু হয়েছে। 

মাসব্যাপী অনুর্ধ্ব ১৫ ফুটবল  ও অনুর্ধ্ব ১৪ অ্যাটলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক তিনবারের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া  অফিসার মোঃ নুরে এলাহী।  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম ও  জেলা বিএনপি'র সহ-সভাপতি রকিবুল হাসান রতন। আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব মোঃ রেজাউল করিম, ফুটবল প্রশিক্ষক রেজাউল করিম খোকন,ক্রীড়া ভাষ্যকার আব্দুল্লাহ আল মাহমুদ সহ আরো অনেকে।

মাসব্যাপী  এই অনুর্ধ্ব ১৫ ফুটবল  ও অনুর্ধ্ব ১৪ অ্যাটলেটিক্স প্রশিক্ষণে  জেলার ৪০ জন ছেলে ও মেয়ে প্রশিক্ষণার্থী  অংশ নিচ্ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024