
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ৩ নং দিগনগর ইউনিয়নের সিদ্ধি গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। আজ বৃহস্পতিবার (১ মে) ভোর ৬টার দিকে বশির উদ্দিন (৫৪) নামের এক গরু ব্যবসায়ী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। সে সিদ্ধি গ্রামের মৃত মুনতাজ শেখের পুত্র।
মৃত্যুর পর তার জানাজা সম্পন্ন করতে বাধা দিয়েছে একাধিক পাওনাদার।
এ ঘটনায় মৃত বশির উদ্দিনের পরিবার দিশেহারা হয়ে পড়েছে। তারা প্রশাসনের প্রতি আকুতি জানিয়ে বলেন, এমন অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে তারা ভাবতেও পারেনি।
নিহতের ছেলে বাধন জানায়, "আমরা শোকে ভেঙে পড়েছি, এর মধ্যে বাবার মরদেহ নিয়ে টানাটানি। জানাজা আটকে দিয়েছে পাওনাদাররাম এটা আমরা মেনে নিতে পারছি না। প্রশাসনের সহযোগিতা ছাড়া আমরা মৃতদেহের দাফন কাফন ও জানাযা করতে পারছিনা।