|
Date: 2025-05-02 01:04:21 |
গাইবান্ধা টু পলাশবাড়ী সড়কে গাইবান্ধাগামী একটি মাল বোঝাই ট্রাক একই দিকে চলমান মোটর সাইকেলকে চাপা দিলে আরোহীরা ট্রাকের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই দুই জন মারা যান। আহত আরও ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
১ লা মে বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা ব্রীজের পাশেই এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান একটি মোটরসাইকেলে ৪ জন ও অন্য একটি মোটর সাইকেলে ২ জন ছিলেন।
নিহত শ্রাবন (১৮) শ্যামপুর আমতলা গ্রামের সাদা মিয়ার ছেলে, অপর জন হলেন বিষ্ণুপুর গ্রামের আরিফ মিয়ার ছেলে কৌশিক (১৭)।
আহত দুজন হলেন বাদে মহিপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত(২২) ও বিষ্ণপুর গ্রামের এনামুলের ছেলে তৌহিদ (২৩)।
আহত এবং নিহত সকলেই পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
© Deshchitro 2024