শ্রমজীবী মানুষের অধিকার প্রথিষ্ঠার দিন  হিসাবে বাংলাদেশসহ সারা বিশ্বে ১মে মহান মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে শহরে শ্রমিকদের কাজের সময়সীমা ৮ঘণ্টাসহ,কাজের উন্নত পরিবেশ ও নেজ্য মজুরির দাবিতে শ্রমিকরা ধর্মঘট করে রাজপথে নামে । এই আন্দোলন ঠেকাতে শ্রমিকদের উপর নির্বিচারে গুলি ছুড়ে পুলিশ ।সেই আন্দোলনে অসংখ্য শ্রমিক প্রাণ হারায় ।বিশ্বজুড়ে সৃষ্টি হয় শ্রমিক আন্দোলন।শ্রমিকদের প্রাণের আত্মদানের মধ্যে দিয়ে প্রথিষ্ঠিত হয় শ্রমিক অধিকার । তারপর থেকেই এই দিনটি আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে।

“শ্রমিক -মালিক এক হয়ে,গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে ,
১মে বৃহস্পতিবার সকাল ১১টায় ষ্টেশন রোডের ইউনিয়ন অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হিরু । অনুষ্ঠানটি সহসাধারণ সম্পাদক বেলাল হোসেন জয়ের সঞ্চালনায় সভাপতি জিএম হিরু বলেন এই মহান দিবসে অঙ্গীকার করি সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে ।এই সংগঠনকে তিল তিল করে নিজের সন্তানের মতো গড়ে তুলেছি,অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেও পিছুপা হয়নি।সমালোচকরা সমালোচনা আর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবেই । আমরা কলম সৈনিক কলমের ভাষাতেই জবাব দিতে হবে।একটি সংগঠন তৈরী করা যত কঠিন ,তার চেয়ে বেশী কঠিন সংগঠন ধরে রাখা ।বিগত দিনে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকে মামলা হামলা করেও আমাকে দমাতে পারেনি,আল্লাহ দিলে এখনত আমাদের সুসময়, ঐকবদ্ধ থাকলে আমাদের কেউ  ক্ষতি করতে পারবে না।সেই সাথে সংগঠনকে আরো সুসংগঠিত ও বেগবান করতে এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দিকনির্দনা দেন তিনি। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি কোরবান আলী সোহেল,মোফাছিলুল মাজেদ,সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন জয়,দপ্তর সম্পাদক কাওসার আহমেদ,সদস্য রিপন,চন্দন মিত্র,পিসি দাস,আবেদ আলী প্রমুখ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024