জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার আয়োজনে মে দিবস উপলক্ষে এক র‌্যালি বৃহস্পতিবার (১লা মে) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়।


সাতক্ষীরায় ‘শ্রমিক মালিক এক হয়ে-গড়বো এদেশ নতুন করে’ ‘শ্রমজীবী মানুষের অধিকার- বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যে মহান মে দিবস পালিত হচ্ছে।


র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024