|
Date: 2025-04-30 23:22:27 |
ঈশ্বরগঞ্জে কিশোরগঞ্জ মহিলা কলেজের অনার্স পড়ূয়া এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার চরহোসেনপুর গ্রামের কামরুজ্জামান বাবুলের ভাড়াটে বাসায়।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের রাউলেরচর গ্রামের বিজিবি সদস্য নূরুল ইসলামের অনার্স পড়ূয়া মেয়ে নাসরিন সুলতানা সনিয়া তার মা এবং ভাইকে নিয়ে কামরুজ্জামান বাবুলের বাসায় ভাড়া থাকতো। মঙ্গলবার দিবাগত রাত ৯টায় মায়ের সাথে রাতের খাবার খেয়ে তার নিজ কক্ষে ঘুমাতে যায়। রাত ১১টার দিকে মেয়ের খোঁজ নেয়ার জন্যে মা শাহানা বেগম দরজায় নক করেন। কোন সাড়া শব্দ না পাওয়ায় সনিয়া ঘুমিয়ে পড়েছে মনে করে আর ডাকা ডাকি করেন নি। পরদিন সকাল ১০টা গড়িয়ে গেলেও ঘুম থেকে না উঠায় মা ও ভাইয়ের মনে সন্দেহ হয়। পরে ১১টার দিকে তার ভাই রামিন ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখে বোন সনিয়া ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। কি কারণে সনিয়া আত্মহত্যা করেছে তার মা এবং ভাই কোন কিছুই ধারণা করতে পারছে না। তবে ইতিপূর্বেও সনিয়া বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে প্রতিবেশিরা জানান। পরে ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। বৃহস্পতিবার সকালের ময়নাতদন্তের লাশ মর্গে প্রেরণ করা হবে। এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
© Deshchitro 2024