|
Date: 2025-04-30 18:50:13 |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হলো ছাত্রদলের মতবিনিময় সভা।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) এর নেতৃত্বে কলেজের হাজী মোহাম্মদ মহসীন ভবনের ১৭ নম্বর গ্যালারিতে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় অর্ধ শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নিজেদের মতামত প্রকাশ করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহীর প্রোগ্রাম অফিসার অনিক, রাজশাহী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আলোচকরা বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা একটি স্বচ্ছ, গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র বিনির্মাণে দিকনির্দেশনা প্রদান করে। এই দফাগুলোর মধ্যে রয়েছে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, সংবিধান সংস্কার কমিশন গঠন, বিচার বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, বেকার ভাতা চালু, নারী অধিকার ও মর্যাদা রক্ষা, এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ গণতান্ত্রিক কাঠামোর ব্যাপক সংস্কার।
শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তারা বিভিন্ন সমসাময়িক ও রাজনৈতিক প্রশ্ন উত্থাপন করলে, উপস্থিত আলোচকরা সেগুলোর উত্তর দেন এবং বিশ্লেষণ তুলে ধরেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতে ৩১ দফা ও রাষ্ট্র মেরামতের বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরও আলোচনা সভা, সেমিনার ও ক্যাম্পেইন চালানো হবে।
© Deshchitro 2024