|
Date: 2025-04-28 22:53:54 |
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে ধীতপুর কানু গ্রামে অবস্থিত প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এস. এম সোহেল মাহমুদ রঞ্জুকে সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতি এস. এম সোহেল মাহমুদ রঞ্জুকে সংবর্ধনা প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উক্ত সংবর্ধনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুল মমিন শেখ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, সহকারী প্রধান শিক্ষক মোছা. আফরোজা খাতুন, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন, আবুল হোসেন ,আব্দুল বাতেন, আরিফুল ইসলাম, আব্দুল মোমিন, মোঃ দুলাল হোসেন,জেসমিন বেগম,তুলি শ্রী সরকার মো: জিয়াউর রহমান সেখ
অত্র এলাকার শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শেখ, সমাজসেবক ও শিক্ষানুরাগী হায়দার আলী খাঁন, জিয়াউর রহমান জিয়া,সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ অত্র এলাকার মুরুব্বিগণ এ সময় উপস্থিত ছিলেন।
ম্যানেজিং কমিটির সভাপতি জেলা বিএনপি'র উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এস. এম সোহেল মাহমুদ রঞ্জু বলেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সবসময় নিজেকে নিয়োজিত করবো সেই সাথে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
© Deshchitro 2024