নলছিটিতে উপজেলা প্রসাশন'র আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।

দিবসটি উপলক্ষ্যে সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনী'র মাধ্যমে দিবসটির শুভসূচনা হয়। সকাল সারে ৭টা ৩০ মিনিটে নলছিটি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর সকাল ৯টায় ঐতিহ্যবাহী চায়না মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার বাহিনী, ডিগ্রি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্ডন ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

এসময়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণাঙ্গানের বীর মুক্তিযোদ্ধারা, উপজালা আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রসাশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সুধীজনেরা। 

মাঠে অংশ গ্রহণ করা বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বহী অফিসার জিনাত আরা নাহিদ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান প্রমুখ। 

এরপর সকাল সারে এগারোটায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা দেয়া হয়। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেলে চায়না মাঠে ফুটবল প্রতিযোগিতা এবং নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শহীদ মিনারে প্রভাষক মোঃ আমির হোসেনের সঞ্চলবায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024